ধর্ম

বাগেরহাট রামপালে ফয়লাহাট আছিয়া মাদ্রাসায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট

১৪ এপ্রিল ২০২৪ , ৯:৩৬:৫২ প্রিন্ট সংস্করণ

হারুন শেখ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালের ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ঈদ পরবর্তী প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে ,ঈদের তৃতীয় দিন শনিবার ১৩ই এপ্রিল মাদ্রাসার অডিটোরিয়ামে সোহাগের সঞ্চালনায় রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল শরিফ মোঃ আব্দুল কাদির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক বর্তমান গোবিন্দপুর ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইউনুস আলী ,ফয়লাহাট আছিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ সোলাইমান ,প্রাক্তন শিক্ষক মোল্লা শাহজাহান, কারি মুজিবুর রহমান ,এছাড়া প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হেদায়াত হোসাইন ,আমির হামজা, আবু হুরায়রা ,মাসুম বিল্লাহ প্রমূখ অত্র অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র সরদার মইদুল ইসলাম। অনুষ্ঠানে ২০২৬ সালে মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে ৩য় প্রাক্তন পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।উল্লেখ্য ১৯৭৬ সনে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠার পর ২০১৩ ও ২০১৬ সালে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয় তাই ২০২৬ সালে ৫০ বছর পূর্তিকে সামনে রেখে আরো বড় পরিসরে অনুষ্ঠানের আয়োজন করবে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

শেয়ার করুন :

আরও খবর

Sponsered content